সোহান সঠিক সময়ে বাংলাদেশ দলে জায়গা পেয়েছে: রাজিন

রাজিন সালেহ ও নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক দলে ফেরায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ রাজিন সালেহ। নির্বাচকদের সাধুবাদ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

promotional_ad

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না সোহান। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান।


আরো পড়ুন

‘হৃদয় নিংড়ে’ দিতে পারলে সোহান-সাইফকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গত আসরে খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সোহান। মারকুটে ব্যাটিংয়ে রান পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। চলতি বছরের মার্চে হওয়া টুর্নামেন্টে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ১১ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৫১২ রান করেছিলেন সোহান। ডিপিএলের আগের মৌসুমেও ৪৯৫ রান করেছিলেন।


এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন দুইটি। শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতি ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন। চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। এমন ধারাবাহিক পারফরম্যান্সের জেরেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন সোহান। অর্থাৎ প্রায় বছর তিনেক পর ফেরা হলো তার।


সোহানের মতো ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করছেন সাইফও। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৯.০৭ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে ৩০৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ১৫ ম্যাচে করেছিলেন ৫৪৫ রান। এ ছাড়া গ্লোবাল সুপার লিগ, প্রস্তুতি ম্যাচেও পারফর্ম করেছেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক

১৭ ফেব্রুয়ারি ২৫
সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুক আহমেদের বৈঠক, ক্রিকফ্রেঞ্জি

তাদের সুযোগ পাওয়ায় খুশি হয়ে রাজিন বলেন, 'নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।'


এশিয়া কাপের আগে ৩০ আগষ্ট নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ডাচদের বিপক্ষে খেলে এশিয়া কাপের জন্য উড়াল দেবেন লিটন দাসরা।


যেখানে ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারলে সুপার ফোরেও তিন ম্যাচ খেলার সুযোগ থাকবে তাদের সামনে। এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে, এমনটা প্রত্যাশা করছেন রাজিনও।


তিনি আরো বলেন, 'যখন পাঁচ মানে পান্ডব চলে গিয়েছে তখন তো অভিজ্ঞতা অবশ্যই কমে গিয়েছে। এটা আপনার বুঝতে হবে। বাট এখন যারা আছেন, বলবো না যে অভিজ্ঞতা নাই। কেননা যারা বাংলাদেশ টিমে খেলছে, বেশিরভাগই কিন্তু প্লেয়াররা চার-পাঁচ বছর খেলে ফেলেছে। তো আমি মনে করি না যে এখানে অভিজ্ঞতার অভাব আছে এবং যারা খেলতেছে তারা সক্ষম এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত।'


'আমি বলতেছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন। আমি মনে করি যে অনেক অভিজ্ঞ দল এখন। কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সোহান পর্যন্তই বলব অনেক অভিজ্ঞ এবং সাইফ হাসান অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball