
সোহানের সেঞ্চুরিতে জিতল ধানমন্ডি
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাওয়া হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচেই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জয়ের নায়ক ছিলেন নুরুল হাসান হোসেন। পরের কয়েক রাউন্ডে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না ধানমন্ডির অধিনায়ক। অবশেষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের বিপর্যয় সামাল দিয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩১ বলে খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। সোহানের এমন ইনিংসেই ২৭৭ রানের পুঁজি পায় ধানমন্ডি।