
জাতীয় দলে জাকেরের ব্যাকআপ সোহান
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। যদিও জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সোহানকে। সেই সঙ্গে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।