ক্রিকেটের দুর্নীতিবাজদের বাংলাদেশ ছাড়া করার হুমকি দিলেন মার্শাল

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন অ্যালেক্স মার্শাল

বাংলাদেশের ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি থামাতে বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে অ্যালেক্স মার্শালকে। রবিবার রাতেই তিনি ঢাকায় পা রেখেছেন। সোমবার (১৯ আগষ্ট) বাংলাদেশ দলের ক্রিকেটার ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
আইসিসিতে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিল বিসিবি
৯ আগস্ট ২৫
সেখানে নিজের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন মার্শাল। তার পরামর্শ মেনেই ঢেলে সাজানো হবে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। লক্ষ্যের কথা জানিয়ে এক প্রকার ফিক্সার ও দুর্নীতিবাজদের হুমকি দিয়েছেন তিনি। বিপিএলসহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে ফিক্সারদের দূরে রাখতে কর্ম পরিকল্পনার কথা খোলাসা করেছেন তিনি।

মার্শাল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা সবাইকে এ বিষয়ে সচেতন করবে। তারা যেন বুঝতে পারে এসবের কী বিপদ আছে। দলের ভেতরেও একটা নিরাপত্তা থাকবে। আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব। নৈতিকতা বিভাগ শক্ত বার্তা দিতে চায় যে বাংলাদেশে খেলাটা স্বচ্ছ থাকবে।’
বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে: ওয়াসিম জুনিয়র
১৭ আগস্ট ২৫
এর আগে আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসেবে ৭ বছর কাজ করেছেন মার্শাল। তিনি বেশ ভালো করেই জানেন ফিক্সারদের প্রধান নজর এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। বিশেষ করে যেসব লিগ মানদণ্ডে অনেকটা পিছিয়ে তাদেরকেই জুয়াড়িরা লক্ষ্য বস্তু বানাচ্ছে। তাই এ নিয়ে কাজ করতে চান মার্শাল।
তিনি বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই। আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলের যেন এমন ভাবমূর্তি না থাকে। যেভাবে টুর্নামেন্ট চলে, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়—নিরাপত্তা নিশ্চিত করে সবকিছুই চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গে সামলাতে হবে।’