আইসিসিতে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিল বিসিবি

অ্যালেক্স মার্শাল
লম্বা সময় ধরে দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবে এর মধ্যেও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড থেমে নেই। এবার এসবের লাগাম টানতে বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দেয়া হয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

promotional_ad

এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকাতে হিমশিম খেতে হয় বিসিবিকে। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।


আরো পড়ুন

সততার সাথে কাজ করছি, কে কী বললো ভাবছি না: ফাহিম

৩ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

মিঠু এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।'


promotional_ad

এ ছাড়া এর আগে বিপিএলসহ স্থানীয় টুর্নামেন্টগুলোতে কাজ করেছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট। এবার আইসিসি থেকে স্পেশাল ইউনিট নিয়ে আসার পরিকল্পনা করেছে বিসিবি। এ প্রসঙ্গে মিঠু বলেন, 'বিপিএলের আগামী আসরের জন্য আমরা আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছি। বিপিএলের আগামী মৌসুমে তারা কাজ করবে।'


মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি কলেজ অব পুলিসিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।


আইসিসির এন্টি–করাপশন ইউনিট মূলত চারটি স্তম্ভের ওপর কাজ করে—প্রতিরোধ, বিঘ্ন সৃষ্টি, তদন্ত এবং শাস্তি প্রদান। মার্শালের নেতৃত্বে এই ইউনিট কেবল বড় টুর্নামেন্ট নয়, গ্রাসরুট পর্যায়ের ক্রিকেটেও নজরদারি বৃদ্ধি করেছে। বর্তমান সময়ের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে তার ভূমিকা ছিল অনেক। এবার তারই দ্বারস্থ হচ্ছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball