প্রথমবারের মতো এনসিএলে ময়মনসিংহ বিভাগ

বিসিবি
২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পাচ্ছিল না ময়মনসিংহ বিভাগ। কয়েক দফা চেষ্টা করলেও তাদেরকে অনুমোদন দেয়নি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এবার যদি খেলার সুযোগ না মেলে তাহলে আইনি লড়াইয়ে যাবে তারা।

promotional_ad

নিয়ম অনুযায়ী, দেশের বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেই এনসিএলে খেলার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে বিসিবির। সবশেষ কয়েক বছরে সেটা না করলেও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাদের কথা শুনেছে এবং অনুমোদন দিয়েছে। এনসিএলের আগামী মৌসুম থেকেই খেলতে পারবে ময়মনসিংহ বিভাগ। তাদেরকে জায়গা দিতে বাদ দেয়া হয়েছে ঢাকা মেট্রোকে। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ১৬০-১৭০ রান না হলে এমন উইকেটে খেলাই উচিত না: আকরাম

২ আগস্ট ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি

বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন ময়মনসিংহ বিভাগ হয়েছে, সংবিধান অনুযায়ী তাদের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এনসিএল টি-টোয়েন্টি শুরু হয়ে যাচ্ছে এখানে আমাদের একটা দল আছে ঢাকা মেট্রো। সেটার জায়গায় এনসিএলের চারদিনের টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগ খেলবে।’


promotional_ad

এনসিএলের চারদিনের টুর্নামেন্টের খেলার অনুমোদন পেলেও আগামী ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না ময়মনসিংহের। ইতোমধ্যে সূচি ও দল বানানো হয়ে যাওয়ার ফলেই এনসিএলের টি-টোয়েন্টিতে এবারও খেলবে ঢাকা মেট্রো। তবে ২০২৬ সাল থেকে এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে ময়মনসিংহকে।


ইফতেখার বলেন, ‘যেসব জায়গায় অন্য বিভাগ খেলে অন্য বিভাগের মতো তারা অংশগ্রহণ করবে। কিন্তু সম্প্রতি যেহেতু সূচি হয়ে গেছে টি-টোয়েন্টিতে এজন্য আমরা তাদের নিতে পারিনি। পরবর্তী এনসিএল চারদিনের ম্যাচে তারা ময়মনসিংহ বিভাগ হিসেবে খেলবে। পরবর্তী এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ খেলবে।’


এনসিএল থেকে ঢাকা মেট্রোকে বাদ দেয়ার ব্যাখ্যায় নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘যে কারণে মেট্রোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল খুব সম্ভবত ২০১১ সালে। যখন রংপুর নতুন একটা বিভাগ হলো, ৬টা থেকে ৭টা বিভাগ হলো তখন ইভেন নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে তৈরি করা হলো। যেহেতু এটা ৯ নম্বর দল হিসেবে এসেছে, একই কারণে সেই সংখ্যাটা রাখার জন্য সিদ্ধান্তটা নেয়া হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball