ক্রিকেটারদের নামের সঙ্গে ট্যাগ কেন, প্রশ্ন তামিমের

ছবি: গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তিনি মনে করেন বাংলাদেশের হয়ে খেলা ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটার বা নারী ক্রিকেটারদের একটাই পরিচয় হওয়া উচিত ক্রিকেটার। তামিম ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষেও কথা বলেছেন।
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম
৭ আগস্ট ২৫
তিনি গণমাধ্যমের সঙ্গে বলেছেন, 'আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার।'

সবাই ক্রিকেটে সমতা নিয়ে অনেক কথা বলেন, তাহলে ক্রিকেটারদের নামের পাশে কেন ট্যাগ থাকবে প্রশ্ন তুলেছেন তামিম। শুধু বাংলাদেশ না বিদেশেও এমনটা হয়ে থাকে বলে জানালেন তামিম। তাই সব ক্রিকেটারকেই এক কাতারে রাখতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার।
ক্রিকেটের দুর্নীতিবাজদের বাংলাদেশ ছাড়া করার হুমকি দিলেন মার্শাল
১ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।'
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ও কয়েকজন ক্রিকেটারের নামও উঠে এসেছে। তামিম মনে করেন পূর্ণাঙ্গ রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কথা বলা উচিত না।
এ প্রসঙ্গে তামিম বলেন, 'আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। আর ওই রিপোর্টটাও কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারাই দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।'