
‘হানিমুন পিরিয়ড’ শেষ, বুঝতে পারছেন হৃদয়ও
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারছেন না তাওহীদ হৃদয়। কখনো কখনো রান পেলেও টি-টোয়েন্টিসূলভ ব্যাটিং যেন করতেই পারছেন না তিনি। স্বাভাবিক গত কয়েকটা সিরিজের পারফরম্যান্সে প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে। এশিয়া কাপে যাওয়ার আগে সোজাসাপ্টা উত্তরে লিটন জানিয়েছিলেন, হৃদয়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন তিনি। যদিও হংকংয়ের বিপক্ষে আরও প্রশ্ন তুলেছে ডানহাতি ব্যাটারের ব্যাটিংয়ের ধরন। নিজের বাজে সময়ের কথা স্বীকার করলেন হৃদয় নিজেও। সেই সঙ্গে এও বললেন, বাংলাদেশের ক্রিকেটে তাঁর হানিমুন পিরিয়ড শেষ।