হংকংকে এ দিন মাত্র ১৪৩ রানে আটকে রাখে বাংলাদেশ। তানজিম ২১ রান খরচায় নেন দুই উইকেট। একটি মেডেন ওভারও আদায় করে নেন তিনি। ৩১ রান খরচায় দুই উইকেট নেন রিশাদ হোসেন। ম্যাচ শেষে বোলিং ডিপার্টমেন্টের উচ্ছ্বসিত প্রশংসা করেন লিটন।
তিনি বলেন, 'আজ আমরা খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে, এবং আমরা কেবল একজন লেগ স্পিনার খুঁজছিলাম — রিশাদ খুব ভালো করেছে।'
আবুধাবির ধীরগতির উইকেটে এই লক্ষ্য ১৭.৪ ওভারে তাড়া করে বাংলাদেশ। ৪৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তারপর ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে দল জেতান লিটন নিজেই।
৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকা তাওহীদ হৃদয়ের সঙ্গে ৬৯ বলে ৯৫ রানের জুটি গড়েন লিটন। কিন্তু জয়ের জন্য যখন দরকার আর দুই রান, তখনই বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
উইকেট নিয়ে লিটনের ভাষ্য, 'উইকেটটা একটু ধীরগতির ছিল, তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে।'
শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে এসেছে বাংলাদেশ। দলের ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসী। এশিয়া কাপে নিজেদের শুরুটা ভালো করতে চেয়েছিল বাংলাদেশ।
জয় পেয়ে সন্তুষ্ট লিটন, 'প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আগের তিন সিরিজে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এশিয়া কাপের চাপটা আলাদা রকমের হতে পারে।'