হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ম্যাচের আগে ক্রিকইনফোর একটি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখছেন তিনি।
আকাশ চোপড়া বলেন, 'যেখানে বাংলাদেশ নিজেদের উন্নত করতে ব্যর্থ হয়েছে, তা হলো, তাদের দলে সাকিব, মুশফিকের মতো কিছু গুণী ক্রিকেটার ছিল, কিন্তু তাদের পরে দ্বিতীয় সারির ক্রিকেটারদের উঠে আসার কথা ছিল এবং সেই সুযোগটা কাজে লাগানোর কথা ছিল, যা ঘটেনি। এটাই সমস্যার একটা বড় অংশ।'
'বাংলাদেশে আপনি অনেক সম্ভাবনা, অনেক প্রতিভা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে খেলার প্রতি অনেক আবেগ দেখেছেন। আপনি আশা করেন যে দলটি আসলে বড় হবে। কিন্তু দলটি ততটা বড় হয়নি। তারা তাদের পারফরম্যান্সের ক্ষেত্রে বেশ স্থির ছিল এবং এটা কখনই ভালো কিছু নয়।'
মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবদের নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ভূয়সী প্রশংসা করেন আকাশ। ফাস্ট বোলিং লাইন-আপকেই দলটির তুরুপের তাস বলছেন আকাশ।
তিনি বলেন, 'আপনি যদি বাংলাদেশের ব্যাটিং এবং বোলিংয়ের দিকে তাকান, ব্যাটিং অবশ্যই তাদের টি-টোয়েন্টি দক্ষতার একটি উন্নত সংস্করণ দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের বোলিংই খেলা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ এমন একটি দল যারা ১৫০, ১৬০, ১৭০ রানের আশেপাশে ম্যাচ হলে খুব খুশি হবে। এটা তাদের জন্য খুব উপযুক্ত।'
'তাদের তিনজন ফাস্ট বোলার আছে। তিনজনই বেশ ভালো। ফিজ উপরে এবং ডেথ ওভারেও বল করতে পারে, যা আরও গুরুত্বপূর্ণ। তাসকিনের গতি আছে। তানজিমও বেশ ভালো। তারা আশ্চর্যজনকভাবে এই দলের জন্য গত ১২ মাসে প্রধান উইকেট শিকারি। ফাস্ট বোলাররাই তাদের তুরুপের তাস।'
তবে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশের স্পিন বোলিংয়ে অভিজ্ঞতার অভাব দেখছেন আকাশ। যদিও শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জেতায় বাংলাদেশ ভালো ফর্মে আছে বলেই বিশ্বাস তার।
আকাশ বলেন, 'যদিও তারা আরব আমিরাতের সাথে হেরেছে। কিন্তু তারপরে তারা আসলে খুব ভালো খেলেছে। সুতরাং, তারা বেশ ভালো ফর্ম নিয়ে এই টুর্নামেন্টে আসছে। এর কারণ তাদের ফাস্ট বোলাররা, স্পিনাররা ততটা নয়। কারণ সাকিব চলে গেছে, তারপর মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়নি। সুতরাং, স্পিনে তাদের বৈচিত্র্য আছে, কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে।'