
মাস তিনেকের বিরতির পর ১০ দিনে প্রস্তুত হয়ে আইপিএলে ডি কক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় গত তিন মাস খেলার মধ্যে ছিলেন না কুইন্টন ডি কক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই কেবল ১০দিন প্রস্তুতি নিয়েছেন তিনি। আর তাতেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৯৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।