
নায়ারের ঝড় থামিয়ে কার্ন শর্মা-স্যান্টনারে মুম্বাইয়ের দিল্লি জয়
‘দিল্লি এখনো অনেক দূরে।’ কারুন নায়ার ও অভিষেক পোরেলের ব্যাটিং দেখে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের এমনই ভাবার কথা। তাদের দুজনের ব্যাটে একটা সময় অনায়াসেই জিতে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা হার্দিক পান্ডিয়ারা অবশ্য সেটা হতে দেননি। বিশেষ করে কার্ন শর্মা ও মিচেল স্যান্টনার। ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে ব্যাটার রোহিত শর্মার বদলি না কার্ন একাই পাল্টে দিয়েছেন ম্যাচের চিত্র।