নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গেল ধোনির চেন্নাই

ছবি: সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই, ফাইল ফটো

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০.১ ওভারেই জিতে গেছে বর্তমান শিরোপাজয়ী কলকাতা। অর্থাৎ ৫৯ বল হাতে রেখে এই আসরে টানা পঞ্চম ম্যাচ হারল চেন্নাই। আইপিএলে এর আগে কখনোই এতো বল বাকি থাকতে হারেনি ধোনির দল।
ব্যাটিং উইকেটেও জিতল না চেন্নাই, হতাশ ধোনি
২ ঘন্টা আগে
স্বল্প লক্ষ্য তাড়ায় দুই ওপেনার কুইন্টন ডি কক এবং সুনীল নারিনের উইকেট হারায় কলকাতা। ১৬ বলে ২৩ রান করে অনুজ কাম্বোজের বলে বোল্ড হন ডি কক। ১৮ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৪ রান করেন নারিন।
ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে বোল্ড করে ফেরান নুর আহমেদ। এরপর আজিঙ্কা রাহানে ১৭ বলে ২০ এবং রিঙ্কু সিং ১২ বলে ১৫ রান তুলে অপরাজিত ছিলেন। এর আগে বল হাতে নারিন নেন তিন উইকেট। বরুণ চক্রবর্তী দুটি এবং মঈন আলী একটি উইকেট নেন।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে চেন্নাই। শুরুতে ১২ রান করা ডেভন কনওয়েলে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন চেন্নাইয়ের হয়ে গত কয়েক মৌসুমে খেলা মঈন আলী। এরপর ৯ বলে চার রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান হারশিত রানা।
নারিন-রঘুবংশিদের নৈপুণ্যে কলকাতার দিল্লি জয়
৩০ এপ্রিল ২৫
১৬ রানে দুই উইকেট পড়ার পর রাহুল ত্রিপাঠি এবং বিজয় শঙ্কর কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। দুজন মিলে ৪৩ রানের জুটিও গড়েন। যদিও বিজয় ২১ বলে ২৯ আর ত্রিপাঠি ২২ বলে ১৬ রান করে আউট হয়ে যান। চেন্নাইয়ের ইনিংসে একমাত্র ছক্কা হাঁকানো বিজয়কে ফেরান বরুণ, আর ত্রিপাঠিকে বোল্ড করেন নারিন।
একটা সময় ২ উইকেটে ৫৯ রানে থাকা চেন্নাই থামে ৯ উইকেটে ১০৩ রানে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ১, রবীন্দ্র জাদেজা শূন্য এবং ৯ নম্বরে নামা ধোনি করেন এক রান। পাঁচ নম্বর ব্যাটার শিভম দুবেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার হাত থেকে দলকে বাঁচান। ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।