
রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ মুহূর্তে রাজস্থান রয়্যালসে যুক্ত হলেন সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। চোটে পড়া নীতিশ রানার বদলি হিসেবে ১৯ বছর বয়সী এই কিপার-ব্যাটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।