এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি

ফ্র্যাঞ্চাইজি লিগ
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রতি আইপিএলের মতো চলতি মৌসুম জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিলেন—এ মৌসুম শেষেই বিদায় নয়! গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন ধোনি, অবসর নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না।

পাঁচটি শিরোপা জেতানো চেন্নাইয়ের এই নেতা আরও কিছু সময় নিতে চান ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। যদিও সম্প্রতি টসের সময় ড্যানি মরিসনের প্রশ্নে খানিক ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন ধোনি। বলেছিলেন, ‘পরের ম্যাচে আসব কি না, আমি জানি না।’

তবে নিজের অবস্থান পরিষ্কার করলেন ধোনি, ‘আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না। এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।’

তার হাঁটুর চোট বহুদিন ধরেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনির হাঁটু সমস্যা তাকে দীর্ঘ সময় ব্যাট করতে দিচ্ছে না। যার কারণেই তাকে দেখা গেছে ৯ নম্বরে নামতে। এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

বিশ্ব ক্রিকেটের অনেকেই বলছেন, ধোনির আর কিছুই প্রমাণ করার নেই। সাউথ আফ্রিকার সাবেক পেসার শন পোলক যেমন বলছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে... তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’

চলতি মৌসুমে ১২ ইনিংসে ধোনির সংগ্রহ ১৮০ রান। বেশির ভাগই এসেছে ম্যাচ প্রায় শেষ হয়ে যাওয়ার পর। নিজের সেই পুরোনো ফিনিশিং রোলটা এখন তিনি পালন করছেন সীমিত পরিসরে—শুধু কিছু বলের জন্য প্রস্তুত হয়ে। এখন দেখার বিষয়, আগামী মৌসুমে হলুদ জার্সিতে আবারও দেখা যাবে কি না চেন্নাইয়ের ‘থালা’কে!

আরো পড়ুন: মহেন্দ্র সিং ধোনি