
ধৈর্য্য ও পরিশ্রমের মেলবন্ধনে টি-টোয়েন্টিতে ভিন্ন সাইফ
মুস্তাফিজুর রহমানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন সাইফ হাসান। পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের স্লোয়ার ডেলিভারিতে বল হাওয়ায় ভাসিয়ে পার করলেন লং অনের সীমানা। প্রথম টি-টোয়েন্টির আগে সাইফের ব্যাটিং অনুশীলন শেষ হয়েছে ওই দুই ছক্কায়। ব্যাটিংয়ের পর কয়েক ওভার হাত ঘুরিয়েছেন অফ স্পিনে। করেছেন ফিল্ডিং অনুশীলনও। অস্ট্রেলিয়া থেকে ফিরে অনুশীলনে নিজেকে প্রস্তুত করা ডানহাতি ব্যাটার প্রথম ম্যাচে খেলবেন কিনা সেটার নিশ্চয়তা হয়ত তখনো ছিল না।