সাকিব থাকার সময় আমাদের ল্যাক্সারি করার সুযোগ ছিল: সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন ও সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নাইম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বসিয়ে খেলানো হয়েছিল জাকের আলী, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। এমন দল নিয়েই সিরিজে ফেরে বাংলাদেশ।

promotional_ad

আলোচনা হচ্ছে বাংলাদেশ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে উইনিং কম্বিনেশন ধরে রাখবে না পরিবর্তন আনবে। এমন অবস্থায় বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন তাদের বিলাসিতা করার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান যখন ছিলেন তখন একজন ব্যাটার বা বোলার বেশি খেলানোর সুযোগ থাকত। এখন অনেক কিছু মাথায় রেখে একাদশ সাজাতে হয় তাদের।


আরো পড়ুন

ব্যাটিং উইকেটে বাংলাদেশকে ঘায়েল করতে চায় ‘চাপমুক্ত’ শ্রীলঙ্কা

২২ মিনিট আগে
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ক্রিকফ্রেঞ্জি

এমন পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন বলেন, 'আমি আপনাদের একটা আবার বলি। দেখেন আমাদের অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না। এটা আমাদের বুঝতে হবে। আমাদের বেস্ট, অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বোলার শর্টেজ হয়ে যায়। ধরেন সাকিব যখন ছিলো, তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিলো। একটা এক্সট্রা বোলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেন্থ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেটআপটা করি।'


promotional_ad

পরিস্থিতি অনুযায়ী নাসুম আহমেদকে খেলানোর প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে বাদ দিতে হবে রিশাদ হোসেনকে। আর না হয় একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে দলকে। তাই অনেক সময় ভাবনায় থাকলেও অনেক ক্রিকেটারকেই একাদশের বাইরে থাকতে হচ্ছে। এ ছাড়া অনেক ক্রিকেটারের ফর্ম ও ইনজুরির অবস্থা দেখেও একাদশ নির্বাচন করতে হচ্ছে।


আরো পড়ুন

বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

৩ ঘন্টা আগে
বাংলাদেশ নারী ক্রিকেট দল

সালাহউদ্দিন বলেছেন, 'আমরা জানি যে নাসুমরে খেলালে হয়তো আমাদের বেনিফিট হতে পারে। কিন্তু তখন হয়তো আপনাকে দেখা যাবে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে প্রতিপক্ষের ওপর নির্ভর করে আসলে আমাদের দলটা সবসময় করতে হয়। এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকেও আবার তাকাইতে হবে যে, আপনার ব্যাটসম্যান কতগুলো আছে, কীভাবে আছে, কেউ ফর্মে আছে কিনা, অফ ফর্মে আছে কিনা—সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয়।'


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে খেলতে পারেননি জাকের। তার পরিবর্তে খেলেছিলেন নাইম। তবে জাকের ফিরতেই বাদ দেয়া হয় প্রথম টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা এই ব্যাটারকে। আর তাসকিন বাদ পড়েছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। এখন দেখার বিষয় বাংলাদেশ উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামে নাকি একাদশে আসে বড় কোনো পরিবর্তন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball