promotional_ad

আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে—পাকিস্তান সফর নিয়ে সালাহউদ্দিন

মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে ফারুক আহমেদের বোর্ড। তবে মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, পাকিস্তান সফরে যাওয়ার জন্য তারা প্রস্তুত আছে, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে।

promotional_ad

কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ জড়ায় ভারত ও পাকিস্তান। ৭ মে প্রথমবার পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এমন অবস্থায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।


আরো পড়ুন

‘যারা মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব সহজ, আপনারা ভুল রাজ্যে আছেন’

১৬ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

সেই সিরিজ শেষে ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ‍মুস্তাফিজুর রহমানদের। তবে ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনিবার (১০ মে) বিসিবিতে অনানুষ্ঠানিক সভা ডেকেছিলেন সভাপতি ফারুক। চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে।


ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়ায় আবারও আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরের। এখন পর্যন্ত সিদ্ধান্ত না নিলেও আগামী কয়েকদিনের পিসিবির সঙ্গে আলোচনা করে সিরিজের ভবিষ্যত ঠিক করবে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি পাকিস্তান সফরের জন্যও নিজেদের প্রস্তুত করে রেখেছে বাংলাদেশ। সালাহউদ্দিন জানিয়েছেন, তারা পাকিস্তান সফরের জন্যও প্রস্তুত।


promotional_ad



আরো পড়ুন

মেয়াদ শেষের আগেই অ্যাডামসকে বিদায় জানাল বিসিবি

১৮ ঘন্টা আগে
ফাইল ছবি

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন বলেন, ‘দেখুন—এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুইটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে সিরিজটা হবে কী হবে না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া আছে, বিশ্বকাপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে। এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল এখানে আমরা কী করতে পারি—কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’


সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে গত সপ্তাহ থেকে মিরপুরে ক্যাম্প করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টানা সিরিজ খেলার কারণে ক্রিকেটারদের স্কিল কিংবা ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠে না টিম ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ে সিরিজের পর বাড়তি সময় পাওয়া মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করছেন সালাহউদ্দিনরা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের কিছু শটস বাড়ানোতেও চেষ্টা করছেন তারা।


সালাহউদ্দিন বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে—একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি—স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’


‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball