বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের
দুবাইয়ের ধীরগতির উইকেটে ২২৯ রানের লক্ষ্য তাড়া খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল না ভারতের জন্য। অথচ শুভমান গিলের সেঞ্চুরির পরও সেই রান তাড়ায় ভারতকে খেলতে হয়েছে ৪৬.৩ ওভার পর্যন্ত। ম্যাচ শেষে আরও ২৫-৩০ রান বেশি না করতে পারার আক্ষেপ করেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের মতো দীনেশ কার্তিকও মনে করেন, বাংলাদেশ ২০-৩০ রান কম করেছিল।
21 Feb 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক