বাংলাদেশের টপ অর্ডারে লোডশেডিং
এই তো কমাস আগের কথা, লোডশেডিংয়ে ছেঁয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি না থাকলে ঢাকার মানুষকে খুব বেশি লোডশেডিংয়ের কবলে পড়তে হয় না। সেই ঢাকাতেও সময় করে লোডশেডিং হয়েছে, কখনও এক ঘণ্টা আবার কখনও দুই ঘণ্টার জন্য হারিয়ে গেছে বিদ্যুৎ মহাশয়। উন্নত ঢাকায় সময়টা বাধা হলেও গ্রামের জন্য একেবারে অসহনীয়।
15 Sep 23,
মমিনুল ইসলাম