‘লিটন এক্সপোজ হয়ে গেছে, আস্থা হারিয়ে ফেলেছি’
‘লিটন দাস ক্লাস প্লেয়ার!’ নিয়মিত যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ-খবর রাখেন তারা এমন কথা শুনেছেন সকাল-বিকেল করে। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা নেই ‘ক্লাসিক্যাল’ লিটনের। ডানহাতি ব্যাটারের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি। তুলির আঁচড়ে মোনালিসা এঁকেছিলেন ইতালির প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। অনেকের কাছে বাইশ গজে লিটন সেই মোনালিসা আঁকেন ব্যাট হাতে।
12 Jan 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক