তামিমের হার্টে ব্লক, রিং পরিয়েছেন ডাক্তাররা

ফাইল ছবি

ঘটনাটি ঘটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছেন তামিম। যেখানে টস হারায় ফিল্ডিং করতে হচ্ছে মোহামেডানকে। ফিল্ডিং করার এক পর্যায়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
3 May 25
শুরুতে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার ডেকে পাঠানো হয়। তবে বিকেএসপির মাঠে হেলিকপ্টার আনা হলেও সেটাতে চড়তে পারেননি তামিম। সেই সময় অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রথমে ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ট্রপোনিন আই পরীক্ষা করানো হয়েছে। হার্টের ক্ষতির ঝুঁকি এবং মাত্রা শনাক্ত করতেই এই পরীক্ষা করানো হয়। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, সেটার ফলাফল পজিটিভ এসেছে। অর্থাৎ হার্ট অ্যাটাক করেছেন তামিম। প্রাথমিক পরীক্ষা শেষে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম। এমন অবস্থায় আবারও বিকেএসপিতে ফিরতে চাচ্ছিলেন তিনি।
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
29 Apr 25
যদিও তখন আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় আবারও হাসপাতালে ফিরে যেতে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। যতটুকু জানা গেছে, অবস্থা গুরুতর হওয়ায় মাঝে কিছুক্ষণ লাইফ সাপোর্টে ছিলেন তামিম।
জানা গেছে, এরপর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক (একটি শতভাগ) খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।