বিসিবিতে ক্রিকেট বাদে সবকিছুই হচ্ছে: তামিম
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের কোন সংস্করণে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়া সেটারই উৎকৃষ্ট উদাহরণ। এমনকি চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচ হেরেছেন লিটন দাসরা। দল হিসেবে বাংলাদেশ যখন এমন ক্রিকেট খেলছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে সভাপতি পরিবর্তনের নাটকীয়তা। ক্রিকেটের চেয়ে বাইরের জিনিস নিয়ে বেশি আলোচনা হওয়ায় তামিম ইকবাল জানান, বিসিবিতে ক্রিকেট বাদে সবকিছুই হচ্ছে।
30 May 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক