promotional_ad

উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে নেয়া হতে পারে তামিমকে

উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে যেতে পারেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
গতকাল সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

promotional_ad

গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

২০ ঘন্টা আগে
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

আপাতত এভার কেয়ারে চিকিৎসা নেবেন তামিম। ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়ার পর এবং ভিসা প্রক্রিয়ার কাজ হওয়ার পর থাইল্যান্ডে রওনা দেবেন তিনি। তার সঙ্গে বরিশালের কর্ণধার মিজানুরও যাবেন।


গতকাল রাতে মিজানুর বলেন, '(বিদেশে উন্নত চিকিৎসার জন্যে) নিয়ে যাওয়া হচ্ছে। থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আমরা...আমি যাবো সাথে ইনশাআল্লাহ।'


promotional_ad

তামিমের অসুস্থ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, 'ডাক্তারের কথা অনুযায়ী তামিমের পানিশূন্যতা ছিল। পানি খায়নি ঠিকমতো, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা এটা কারণ হতে পারে। এই রোজার মধ্যে ডিপিএল খেলা...।'


আরো পড়ুন

তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার

১৪ ঘন্টা আগে
সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের নায়ক জাওয়াদ আবরার

এদিকে গতকাল সন্ধ্যায় তামিমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিমের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি


গণমাধ্যমকে আসিফ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন...উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’


‘আমরা যারা ছোটবেলা থেকে বাংলাদেশের ক্রিকেট দেখি, ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। সে জায়গা থেকে দেশের সবার দোয়া ছিল এবং কাইন্ড অব মিরাকল, অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তিনি আমাদের মাঝে আছেন। খুব দ্রুতই আমরা হয়তো পুরাতনভাবেই তাকে দেখতে পাব; মাঠে দেখতে পাব এই প্রত্যাশা রাখছি।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball