promotional_ad

আইপিএল শেষ মাভির, আবারও বিপদে লক্ষ্ণৌ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজস্থান রয়্যালসের বিপক্ষে হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অবশ্য পরের দুই ম্যাচে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে লোকেশ রাহুলের দল।


একের পর এক ক্রিকেটার সরে দাঁড়ানো এবং চোটে পড়ায় একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে দলটিকে। টুর্নামেন্ট শুরুর আগেই মার্ক উড আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। তার বিকল্প হিসেবে তারা দলে নিয়েছে শামার জোসেফকে।


promotional_ad

ব্যক্তিগত কারণে আইপিএলে খেলবেন না ডেভিড উইলি। তার বদলি হিসেবে ম্যাট হেনরিকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। সাত বছর আগে আইপিএলে দুটি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মূলত ক্রিকেটারদের সরে যাওয়া ও বদলি খুঁজেই সময় পার করতে হচ্ছে তাদের।


এবার চোটের কারণে আইপিএল শেষ হয়ে গেছে দেশি পেসার শিভম মাভির। এ পেসারকে বয়ে বেড়াতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। তাকে পুনর্বাসনে পাঠাচ্ছে তারা। অবশ্য তাকে সার্বক্ষণিক সহায়তার আশ্বাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের সর্বশেষ নিলাম থেকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল লক্ষ্ণৌ।


তাকে নিয়ে বড় পরিকল্পনাও ছিল ফ্র্যাঞ্চাইজিটির। সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এই নিয়ে টানা ২ বছর আইপিএলের কোনো ম্যাচে মাঠে নামা হল না মাভির। ২০২৩ আইপিএলের আগে মাভিকে ৬ কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটান্স। তবে সেবার দলের কম্বিনেশনের কারণে কোনো ম্যাচেই সুযোগ হয়নি তার।


অবশ্য বোলিং আক্রমণ নিয়ে না ভাবলেও চলবে লক্ষ্ণৌকে। হেনরি, নাভিন উল হক, জোসেফের মতো বিদেশি পেসার ছাড়াও মার্কাস স্টইনিসের মতো পেস বোলিং অলরাউন্ডার রয়েছে তাদের। দেশি বোলারদের মধ্যে আলো ছড়াচ্ছেন মায়াঙ্ক যাদব। এ ছাড়া মহসিন খান ও আরশাদ খানও দলের জন্য প্রস্তুত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball