নিরবতা ভেঙে কারান বললেন, ‘সত্যি আমি কাঁদিনি’

ছবি: টম কারান

যদিও সে সময় বিশেষ ব্যবস্থায় কারানসহ ৪২ বিদেশি ক্রিকেটার ও দুই সাংবাদিককে দুবাই পাঠায় পিসিবি। সেদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ হোসেন মন্তব্য করেন এমন পরিতিস্থিতিতে পড়ে বাচ্চার মতো কেঁদেছিলেন কারান। অন্যদিকে ড্যারিল মিচেল আর কখনও পাকিস্তানে যাবেন না বলেন।
বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে
২৬ এপ্রিল ২৫
যদিও পরবর্তীতে রিশাদ সেই কথা অস্বীকার করেন এবং জানান গণমাধ্যম তার বক্তব্যকে ভুল ভাবে ব্যখ্যা করেছে। এরপর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাকে ক্ষমা চাইতেও দেখা যায়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন কারান। তিনি জানিয়েছেন সেদিন 'বাচ্চার মতো' কাঁদেননি তিনি। এমনকি পিএসএল আবার শুরু হওয়াতে তিনি বেশ আনন্দিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারান বলেন, 'আমি আনন্দিত যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আমি দুটি বিশেষ দেশের মধ্যে শান্তি বজায় থাকার জন্য প্রার্থনা করি। আরর হ্যাঁ, সত্যি বলছি, আমি কাঁদিনি বরং প্রস্তুত ছিলাম (হাসি)।'
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
৯ ঘন্টা আগে
এর আগে গণমাধ্যমে আলাপকালে এক ভিডিওতে রিশাদকে বলতে শোনা যায়, ‘সে (টম কারান) এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু শুনলো যে এয়ারপোর্ট বন্ধ। তারপর সে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে। তাকে সামলাতে দুই-তিনজন মানুষ লাগলো।’
তিনি আরও যোগ করেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যেও আতঙ্ক ছিল— স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসে, টম কারান... সবাই ভীত ছিল। দুবাই পৌঁছে মিচেল আমাকে বলল, সে আর কখনো পাকিস্তানে যাবে না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। মোটকথা, সবাই আতঙ্কে ছিল।’
এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হয়েছে পিএসএল। পিএসএলের বাকি ম্যাচগুলোর নতুন সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। পিএসএল আবার শুরু হলেও কারান বা মিচেলদের কাউকেই পিএসএলে খেলতে দেখা যাচ্ছে না। মিচেল আঙুলের চোটের কারণে পিএসএলের শেষ অংশে খেলছেন না। কারান ভুগছেন গোড়ালির চোটে।