তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি: জয়সাওয়াল

ছবি: ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো

ভারতের অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছিল আলোচনা। যদিও এই বিষয়ে পরিষ্কার অবস্থান নেয়নি ভারতীয় শিবির। তবে দিনের শেষে মুখ খুললেন ওপেনার ইয়াশভি জয়সাওয়াল। জানালেন অধিনায়ক দলের ভালো চেয়েই সিদ্ধান্ত নেন।
মুম্বাইয়ের ঘটনা ভুলে জয়সাওয়ালের ওপর বাজি রাহানের
২১ জুন ২৫
জয়সাওয়াল বলেন, '(গিল) অসাধারণ ব্যাট করছে। অবিশ্বাস্য লাগে এ ভাবে ওকে ব্যাট করতে দেখলে। অধিনায়ক হিসাবেও দুর্দান্ত। আমার ধারণা, এই দলটাকে নিয়ে কী করতে চায় সেটা ও ভালোই জানে। আমরা কী করতে পারি সেটা নিয়েও ওর স্পষ্ট ধারণা রয়েছে। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।'
প্রথম টেস্টের হারের পর ভারতীয় দলে এসেছে তিনটি পরিবর্তন। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে বুমরাহকে। নতুন করে একাদশে জায়গা পেয়েছেন আকাশ দিপ। এ ছাড়া নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরও এই ম্যাচে খেলছেন।

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম
২ ঘন্টা আগে
এদিকে বুধবার ৮৭ রান করে আউট হয়েছেন জয়সাওয়াল। সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ হলেও ইতিবাচক মানসিকতায় সামনে এগিয়ে যেতে চান তিনি, 'শতরান ফস্কানোর আক্ষেপ তো থাকবেই। তবে ঠিক আছে। এটা খেলারই অংশ। ভুল থেকে শিক্ষা নিতে হবে। খেলাটাকে যত বেশি সম্ভব উপভোগ করতে চাই। কারণ ক্রিকেট একটা সুন্দর খেলা।'
সেই ইনিংসে ধৈর্য হারানোয় নিজের ভুল স্বীকার করেছেন জয়সাওয়াল। তিনি বলেন, 'বেশ কিছু ক্ষণ ধরে স্ট্রাইক পাচ্ছিলাম না। আউট হওয়ার আগের ছ’ওভারে বোধহয় ১০টার মতো বল খেলার সুযোগ পেয়েছিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি। আরও ধৈর্য দেখানো উচিত ছিল।'