কলকাতায় পাওয়েলের বদলি শিভাম

ছবি: ফাইল ছবি

১ কোটি ৫০ লাখ রুপিতে মেগা নিলাম থেকে পাওয়েলকে দলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কলকাতার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ মেলেনি তাঁর। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিং করতে না পারলেও দিল্লির ম্যাচে করেছিলেন ৫ রান। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে দেশে ফিরেছিলেন পাওয়েল।
বৃষ্টিতে ভেসে গেছে কলকাতার প্লে-অফ স্বপ্ন
৮ ঘন্টা আগে
অসুস্থতার কারণে আইপিএলের বাকি অংশ খেলতে ভারতে ফিরতে পারেননি তিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও পাওয়েলের বদলি হিসেবে শিভামকে দলে টেনেছে কলকাতা। সবশেষ মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগে বল হাতে আলো ছড়িয়েছিলেন শিভাম। এক ম্যাচে পাঁচ উইকেটের পাশাপাশি সবমিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি।

পাওয়েলকে সরানো ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বাজে সিদ্ধান্ত: ব্রাভো
২ এপ্রিল ২৫
এ ছাড়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন রহস্যময় এই স্পিনার। বেঙ্গলের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন শিভাম। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে কলকাতা। সেই ম্যাচে পাওয়া যাবে ২৯ বছর বয়সী এই রহস্যময় স্পিনারকে।
আইপিএলের চলতি আসরে ১৩ ম্যাচে ৫ জয় পেয়েছে কলকাতা। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ৬ নম্বরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি না হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে তারা। যা তাদেরকে আইপিএল থেকে ছিটকে দিয়েছে।