promotional_ad

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

বল হাতে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক হারপ্রীত ব্রার, বিসিসিআই
২১৯ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসকে সেটাই এনে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী ও ইয়াশভি জয়সাওয়াল। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ৮৯ রানও তোলে তারা। ১৫ বলে ৪০ রান করা সূর্যবংশী আউট হলেও হাফ সেঞ্চুরি করে থেমেছেন জয়সাওয়াল। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ধ্রুব জুরেলও। তাদের এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও হারপ্রীত ব্রার, আজমতউল্লাহ ওমরজাই ও মার্কো জানসেনের সঙ্গে পেরে উঠতে পারেনি রাজস্থান। ১০ রানের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেছেন শ্রেয়াস আইয়াররা।

promotional_ad

জয়পুরে ২১৯ রান তাড়ায় রাজস্থানকে দারুণ শুরু এনে দেন সূর্যবংশী ও জয়সাওয়াল। ইনিংসের প্রথম ওভারে থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেছেন তারা দুজন। আর্শদীপ সিংয়ের করা প্রথম ওভারে চারটি চার ও একটি ছক্কায় ২২ রান এনেছেন জয়সাওয়াল। পরের ওভারে মার্কো জানসেনের বিপক্ষে সূর্যবংশী এনেছেন ১৭ ওভার। একই ধাঁচে রান করতে থাকেন তারা দুজন। ফলে ২.৫ ওভারে ৫০ রানে পৌঁছায় রাজস্থান।


আরো পড়ুন

আরিয়া এবারের আইপিএলের সেরা আবিষ্কার: পন্টিং

৯ মে ২৫
প্রিয়াংস আরিয়া ও রিকি পন্টিং, আইপিএল

পাঞ্জাবের বোলারদের উপর তাণ্ডব চালানো সূর্যবংশীর ঝড় থামান হারপ্রীত। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে লং অনের উপর দিয়ে খেলার চেষ্টায় জাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দিয়েছেন। ১৫ বলে ৪০ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারের বিদায়ে ভাঙে জয়সাওয়ালের সঙ্গে ৭৬ রানের জুটি। একটি উইকেট হারালেও পাওয়ার প্লেতে ৮৯ রান তোলে রাজস্থান। পাওয়ার প্লেতে নিজেদের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছে তারা।


দারুণ ব্যাটিংয়ে একটু পর ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়সাওয়াল। যদিও পঞ্চাশ ছোঁয়ার ওভারেই আউট হয়েছেন তিনি। হারপ্রীতের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে গিয়ে মিচেলে ওয়েনের হাতে ক্যাচ দিয়েছেন। ৫০ রান করা জয়সাওয়ালের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি স্যামসনও। ওমরজাইয়ের ব্যাক অব লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে জানসেনকে ক্যাচ দিয়েছেন ২০ রান করা রাজস্থান অধিনায়ক।


promotional_ad



আরো পড়ুন

পরাগের ৬ বলে ৬ ছক্কা ছাপিয়ে কলকাতার ১ রানের নাটকীয় জয়

৪ মে ২৫
হাফ সেঞ্চুরির পথে রিয়ান পরাগের একটি শট, আইপিএল

জুরেল দ্রুত রান তুললেও ব্যাট হাতে সুযোগটা কাজে লাগাতে পারেননি পরাগ। বাঁহাতি স্পিনার হারপ্রীতের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১৩ রান করা এই ব্যাটার। শিমরন হেটমায়ার আউট হয়েছেন ১১ রান করে। ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলে রাজস্থানকে একাই টেনে তোলার চেষ্টা করেছিলেন জুরেল। তবে ডানহাতি ব্যাটারের হাফ সেঞ্চুরিও স্বাগতিকদের জেতাতে পারেনি। পাঞ্জাবের হয়ে হারপ্রীত তিনটি এবং ওমরজাই ও জানসেন নিয়েছেন দুটি করে উইকেট।


টস জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে তুষার দেশপাণ্ডের স্লোয়ার ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেছেন প্রিয়ানশ আরিয়া। পরের ওভারে আউট হয়েছেন মিচেল ওয়েনও। আইপিএল অভিষেকে দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান এই ব্যাটার। পাওয়ার প্লে শেষের আগে প্রাভসিমরানকেও বিদায় করেছেন দেশপাণ্ডে। ডানহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরের বলে লেগ সাইডে খেলার খেলার চেষ্টায় উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন।


দারুণ ছন্দে থাকা প্রাভসিমরান আউট হয়েছেন ২১ রানে। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাঞ্জাব। এমন সময় ৬৭ রানের জুটি গড়ে তোলেন নেহাল ওয়াদেরা ও আইয়ার। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর আইয়ার আউট হয়েছেন পরাগের বলে উড়িয়ে মারার চেষ্টায়। পাঞ্জাবের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩০ রান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াদেরা। ২৫ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ব্যাটার সেঞ্চুরির পথেই ছিলেন।


সমান পাঁচটি করে ছক্কা ও চারে ৩৭ বলে ৭০ রানের ইনিংস খেলা ওয়াদেরাকে ফিরিয়েছেন আকাশ মাধওয়াল। পরবর্তীতে দারুণ এক জুটি গড়ে তোলেন ওমরজাই ও শশাঙ্ক সিং। ২৭ বলে হাফ সেঞ্চুরি পাওয়া শশাঙ্ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩০ বলে ৫৯ রানের ইনিংস খেলে। ৯ বলে ২১ রান করেছেন ওমরজাই। তাদের দুজনের ২৪ বলে ৬০ রানের জুটিতে ২১৯ রানের ‍পুঁজি পায় পাঞ্জাব। রাজস্থানের হয়ে দুটি উইকেট নিয়েছেন দেশপাণ্ডে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball