promotional_ad

'প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি', সাকিবকে নিয়ে শান্ত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম টেস্ট দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব। এর আগে গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর থেকেই ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে বিরতিতে ছিলেন তিনি।


লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে ২৩ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে ৩৬ রান করেই থেমেছেন তিনি। আর বল হাতে প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে ৩টি উইকেট নেন তিনি।


promotional_ad

দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করে একটি উইকেট ছিল তার ঝুলিতে। পারফরম্যান্স সাকিব সূলভ না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন সাকিবের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন তারা। এই অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝড়ল তার কণ্ঠে।


এ প্রসঙ্গে শান্ত বলেন,  ‘উনি অনেক দিন পর খেললেন, আমার মনে হয়নি ৩৭ বছর বয়সী একজন খেলছেন, প্রায় এক বছর পর টেস্ট খেলছেন। ৩৭ ওভার বল করেছে প্রথম ইনিংসে। ৩ উইকেটও নিলেন। ব্যাটিংটা যেভাবে করেছেন দ্বিতীয় ইনিংসে, যতটুকু আশা করেছিলাম, তার থেকে বেশি পেয়েছি তাঁর কাছ থেকে। সত্যি কথা হলো, টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়। মাঠে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন।’


লম্বা সময় পর টেস্ট খেললেও আর বিরতিতে যাচ্ছেন না সাকিব। এখন থেকে সাদা পোশাকে তাকে নিয়মিতই পাওয়া যাবে। চলতি বছর বাংলাদেশ আরও ৮টি টেস্ট খেলবে। সাকিবকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে সাকিবের ফেরা নিয়ে শান্ত জানিয়েছেন তিনি আগে থেকেই জানতেন সাকিব খেলবেন।


তিনি বলেছেন, ‘আমি অনেক আগে থেকেই জানতাম উনি দ্বিতীয় টেস্টটা খেলবেন। প্রস্তুতির দিক থেকে ঠিক ছিল। হ্যাঁ, আগে থেকে জানতে পারলে অবশ্যই ভালো। আমি আশা করব যে আগে থেকে জানতে পারব। কারণ, সব সময় ওনার পরিকল্পনাটা পরিষ্কারই থাকে। তিনি পরিকল্পনাটা আমাদের দিয়ে দেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball