promotional_ad

আইপিএলের কারণে ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দেশের ক্রিকেটাররা। মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিউজিল্যান্ডের মূল দলের অনেকেই খেলোয়াড়ই। আর তাই আসন্ন পাকিস্তান সফরে মূল সারির ক্রিকেটারদের দলে রাখেনি নিউজিল্যান্ড। তারুণ্যনির্ভর দলের অধিনায়ক হিসেবে ৩৩ বছর বয়সী মাইকেল ব্রেসওয়েলকে বাছাই করেছে তারা।


চোট কাটিয়ে এক বছর পর দলে ফিরেছেন ব্রেসওয়েল। গত বছরের মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারেননি এই অলরাউন্ডার। মূলত টম লাথাম না থাকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের দায়ভার পড়েছে তার ওপর।


লাথাম অবশ্য আইপিএলে ব্যস্ত নন। দ্বিতীয় সন্তানের জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন এই ওপেনার। লাথাম না থাকায় নেতৃত্বে বিকল্প হতে পারতেন টিম সাউদি। যদিও টেস্ট দলের অধিনায়ককে বিশ্রাম দিয়েছে কিউই নির্বাচকরা।


promotional_ad

অধিনায়ক ব্রেসওয়েলকে নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘মাইকেল অনেক দিন মাঠের বাইরে ছিল, আবার তাকে ফিরতে দেখা রোমাঞ্চকর। সবাই তার নেতৃত্বের প্রশংসা করে, ওয়েলিংটন, নিউজিল্যান্ড এ, নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার, যেটা পাকিস্তানে দলকে নেতৃত্ব দিতে কাজে আসবে।’


পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ড দলে নেই মূল দলের ৯ খেলোয়াড়। ৯ জনের বাইরে লাথাম, সাউদিদের মতো নেই উইল ইয়াংও। নটিংহামশায়ারের সঙ্গে চুক্তির কারণে ইংল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন এই ওপেনার।


পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী টিম রবিনসন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ৫৯.৬০ গড় এবং ১৮৭.৪২ স্ট্রাইকরেটে ২৯৮ রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।


গত ছয় মাসের মাঝে টেস্ট ও ওয়ানডে অভিষেক হওয়া উইল ও’রুর্কও দলে জায়গা পেয়েছেন। কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশামকেও রাখা হয়েছে এই দলে। এই বছরে এবারই প্রথম খেলবেন তিনি। ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।


পাকিস্তান সফরের নিউজিল্যান্ড স্কোয়াড- মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিয়ান ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball