বাজে পারফরম্যান্সে বাদ হেটমায়ার, বিশ্রামে জোসেফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় জোসেফের শাস্তি
১০ ডিসেম্বর ২৪
বেশ কিছুদিন ধরেই ব্যাটে হার নেই শিমরন হেটমায়ারের। একটানা অফ-ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। চলমান ইংল্যান্ড সিরিজেও টানা অফ-ফর্মে তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। আলজারি জোসেফকে রাখা হয়েছে বিশ্রামে।
অবশ্য স্কোয়াডে থাকলেও তৃতীয় টি-টোয়েন্টির একাদশেও জায়গা পাননি হেটমায়ার। প্রথম দুই ম্যাচে করেন যথাক্রমে ১ এবং ২ রান। এর আগের তিন ওয়ানডেতেও অবশ্য অফ-ফর্মে ছিলেন না হেটমায়ার।

তিন ম্যাচে যথাক্রমে ৩২, ০ এবং ১২ রান করেন। হেটমায়ারের বদলি হিসেবে এই সিরিজের বাকি দুই ম্যাচে জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ানরা। চলতি বছর আগস্টে ভারতের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়া সফর সামনে থাকায় বিশ্রাম পাচ্ছেন জোসেফ। আগামী ১৭ জানুয়ারি থেকে অজিদের মাটিতে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। জোসেফের বদলে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দু'ম্যাচে ডাক পেয়েছেন পেসার ওশানে থমাস।
তিন ম্যাচ শেষে এই সিরিজে ২-১ এ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। একই ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ম্যাচের স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড এবং ওশানে থমাস।