সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

কলম্বোর প্রেমাদাসায় কখনোই ওয়ানডে জিততে না পারা বাংলাদেশ সবশেষ ম্যাচে সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়েছে। ক্যান্ডির পাল্লেকেলেতে সফরকারীদের পরিসংখ্যানটা আশা জাগানিয়াই। এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলা দুই ম্যাচের একটিতে বাংলাদেশ, আরেকটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলে বাংলাদেশের টেস্ট ড্রয়ের সুখস্মৃতিও আছে। তবে এসব ছাপিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে দ্বিতীয় ওয়ানডের পারফরম্যান্সে।
এটা আমার জন্য স্পেশাল ইনিংস: ইমন
১৮ মে ২৫
একটা সময় ওয়ানডে ক্রিকেট ভালো খেলতে শিখতে পারা বাংলাদেশ যেন ৫০ ওভারের ক্রিকেটের ম্যাচ জিততে ভুলে যেতে বসেছিল। টানা সাত ম্যাচের একটিতেও জিততে না পারায় খানিকটা চাপেই ছিলেন মিরাজরা। তবে পারভেজ ইমনের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিবের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। আড়াইশ ছুঁতে না পারলেও সেই পুঁজি নিয়েই দারুণভাবে লড়াই করেছে।

যদিও কুশল মেন্ডিস যেভাবে ব্যাটিং করছিলেন তাতে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদেরও বুকে কাঁপন ধরে যাওয়ার কথা। তবে এসব সামলে বাংলাদেশকে ম্যাচে ফেরান নিজের দ্বিতীয় ওয়ানডেতেই ৩৯ রানে ৫ উইকেট নেয়া তানভীর ও ৯ ওভারে মাত্র ২২ রান দেয়া শামীম। শেষের দিকে জানিথ লিয়ানাগে গলার কাঁটা হয়ে উঠলেও মুস্তাফিজুর রহমান তাকে ফিরিয়ে জয়টা নিশ্চিত করেছেন। লম্বা সময় পর ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ।
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৮ ঘন্টা আগে
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জেতার বড় সুযোগ দেখছেন ইমন। বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাদের বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পাশাপাশি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চান পারভেজ ইমন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটার ধারাবাহিকতা থাকতে হবে, কারণ বড় ম্যাচগুলোতে ধারাবাহিকতা থাকলে ম্যাচগুলো সহজ হবে আমাদের জন্য।’