promotional_ad

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

ফাইল ছবি
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির সবশেষ আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল আবুধাবি নাইট রাইডার্স। নতুন মৌসুমের আগে স্কোয়াডে শক্তি বাড়ানোর চেষ্টায় অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ডের মতো মারকুটে ব্যাটারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে তাদের হয়ে খেলা আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট এবং সুনীল নারিনকে রিটেইন করেছে তারা।

promotional_ad

বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসও স্কোয়াডের গভীরতা বাড়ানোর চেষ্টায় লুক উড, ওয়াকার সালামখিল এবং মুহাম্মদ জাওয়াদউল্লাহকে দলে নিয়েছে। গত মৌসুমের তাদের হয়ে খেলা দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল এবং শাই হোপ থাকছেন দুবাইয়েই। তাদের মতো ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, শারজাহ ওয়ারিয়র্স এবং এমআই এমিরেটসও নিজেদের রিটেইন ও নতুন ‍চুক্তি করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।


আরো পড়ুন

সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা

১৬ মে ২৫
অ্যালেক্স হেলস (বামে), টাইমাল মিলস (মাঝে) ও সাকিব আল হাসান (ডানে)

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের সঙ্গে সূচির সাংঘর্ষিকতা এড়াতে ২ ডিসেম্বর থেকে আইএল টি-টোয়েন্টি লিগের আগামী মৌসুম শুরু করবে সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর আগে নিলাম থেকে আরও ক্রিকেটার নিয়ে স্কোয়াডের শক্তি বাড়ানোর সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিদের। তবে কবে নাগাদ নিলাম হবে এখনো নিশ্চিত নয়।


৬ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা—


আবুধাবি নাইট রাইডার্স—


রিটেইন— আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট এবং সুনীল নারিন


নতুন সাইনিং—অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ড


ডেজার্ট ভাইপার্স—


promotional_ad

রিটেইন— ড্যান লরেঞ্চ, ডেভিড পাইন, খুজাইমা বিন তানভীর, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, স্যাম কারান এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা


আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টিতে আসছে নিলাম, বাদ যাচ্ছে ড্রাফট প্রক্রিয়া

২ জুন ২৫
আইএল টি-টোয়েন্টির পুরষ্কার হাতে ক্রিকেটাররা

নিউ সাইনিং— আন্দ্রিস গুস


দুবাই ক্যাপিটালস—


রিটেইন— দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল এবং শাই হোপ


নিউ সাইনিং— লুক উড, ওয়াকার সালামখিল এবং মুহাম্মদ জাওয়াদউল্লাহ


গালফ জায়ান্টস—


রিটেইন— আয়ান আফজাল খান, ব্লেসিং মুজারাবানি, জেরার্ড এরাসমুস, জেমস ভিন্স এবং মার্ক অ্যাডায়ার


নিউ সাইনিং— আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলী, রহমানুল্লাহ গুরবাজ


এমআই এমিরেটস—


রিটেইন— মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি, কুশল পেরেরা, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন এবং মুহাম্মদ ওয়াসিম


নিউ সাইনিং— ক্রিস ওকস এবং কামিন্দু মেন্ডিস


শারজাহ ওয়ারিয়র্স—


রিটেইন— জনসন চার্লস, কুশল মেন্ডিস, টিম সাউদি এবং টম কোহলার-ক্যাডমোর


নিউ সাইনিং— মাহিশ থিকশানা, সিকান্দার রাজা, সৌরভ নেত্রাভালকর এবং টিম ডেভিড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball