এই জয় পেসারদের আত্মবিশ্বাস দেবে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর পেসারদের তাণ্ডবে ম্যাচটি জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পেসারদের কৃতিত্ব দিতে ভুল করেননি সাকিব আল হাসান।


মিরাজের ১১২ রানের পর শান্তর ১০৪ রানে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৩৪ রানে। নাইম শেখ ২৮, মুশফিকুর রহিম ২৫ এবং সাকিব অপরাজিত ৩২ রান করে শেষদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


promotional_ad

৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা থামে ২৪৫ রানে। বাংলাদেশের পেসারদের মধ্যে তাসকিন আহমেদ চারটি এবং শরিফুল ইসলাম নেন তিনটি উইকেট। হাসান মাহমুদও নিয়েছেন একটি উইকেট।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

তাদের কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, 'আমরা অলরাউন্ড ক্রিকেট খেলেছি। এই ম্যাচে টস জেতা ভালো ছিল। এতো গরমে খেলা চলিয়ে যাওয়াটা সহজ নয়। মেহেদী এবং শান্ত খুবই ভালো খেলেছে। তারাই সব আমাদের জন্য তৈরি করেছে। আমরা মেহেদীর ব্যাটিংয়ের সামর্থ্য সম্পর্কে জানি আফগানিস্তানের বিপক্ষে তার রেকর্ডও বেশ ভালো। ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করেছে। এই জয় তাদের অনেক আত্মবিশ্বাস দেবে।'


এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। যদিও ম্যাচটি টাইগাররা হারে পাঁচ উইকেটের ব্যবধানে। সেই ম্যাচে নিজেদের সেরাটা না দিলেও তিন পরিবর্তন নিয়ে আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ।


সাকিব আরও বলেন, 'আমরা আমাদের সেরা চেষ্টাটুকুই করেছি এই ম্যাচে। প্রথম ম্যাচে হয়ত আমরা সেরাটা দিতে পারিনি। তবে এই ম্যাচে দিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball