প্রধানমন্ত্রীর তহবিলে নয়, ইউনিসেফে টাকা দেবেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড

৯ সেপ্টেম্বর ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

সময় যত বাড়তে ততই খারাপের দিকে যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে প্রায় ৪ লাখের মতো মানুষ। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাটাও ক্রমশই বেড়ে চলছে। ভারতের এমন পরিস্থিতিতে অক্সিজেন কেনার জন্য প্রধানমন্ত্রীর তহবিল পিএমকেয়ার্স ফান্ডে ৫০ হাজার ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্যাট কামিন্স।


অনুদান দিলেও সেটি ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে দেবেন না বললে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। পিএমকেয়ার্স ফান্ডে অনুদান দেয়ার ঘোষণার সপ্তাহখানেক নিজের সিদ্ধান্ত বদলেছেন কামিন্স। প্রধানমন্ত্রীর তহবিলের পরিবর্তে ইউনিসেফের মাধ্যমে ভারতের অক্সিজেন সরবরাহে অবদান রাখতে চান তিনি।


ভারতের করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের মতো পাশে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা ভারতকে ৫০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ ব্যয় করা হবে ভারতের অক্সিজেন সঙ্কট নিরসনে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে।


promotional_ad

তিনি বলেছেন, 'অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ক্রিকেট হলো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই ইউনিসেফের মতো সংস্থার সঙ্গে তাদের সাহায্য আমরা এগিয়ে আসতে পেরে গর্বিত।'


আরো পড়ুন

ফখরের ‘বিতর্কিত আউট’ নিয়ে আইসিসিতে পিসিবির অভিযোগ

২ ঘন্টা আগে
ভিডিও থেকে নেয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের পর নিজের মত বদলে ফেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতানো কামিন্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। এই টাকাগুলোও ব্যবহৃত হবে ভারতের অক্সিজেন সঙ্কট পূরণে।


এদিকে বিদেশি ক্রিকেটাররা ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি তহবিল গঠন করে আর্থিক অনুদান প্রদান করছেন। ভারত জুড়ে অক্সিজেন সঙ্কট মেটাতে তহবিল গঠন করে আর্থিক অনুদান সংগ্রহ করছে পাঞ্জাব কিংস।


এদিকে দেড় কোটি রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে রাজস্থান রয়্যাল তাদের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball