উইসডেনের বর্ষসেরা ক্রিকেটার কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে ভিরাট কোহলির নাম প্রকাশ করেছে দ্য উইসডেন আলমানাক। তৃতীয়বারের মতো বছরের অন্যতম সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি।
গত বছর তিন ফরম্যাটের ক্রিকেটে ২৭৩৫ রান সংগ্রহ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি।

পাঁচ টেস্টের সিরিজে ৫৯.৩ গড়ে ৫৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। পাঁচটি টেস্ট শতক নামের পাশে নিয়ে বছর শেষ করেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
কোহলি ব্যতিত শুধু মাত্র দুইজন ক্রিকেটার এই পুরষ্কার তিনবারের বেশি পেয়েছেন। ডন ব্র্যাডম্যান দশ বার এবং জ্যাক হবস আটবার পেয়েছেন উইসডেনের এই পুরষ্কার।
এছাড়া ভারতীয় অধিনায়ক বছরের পাঁচ উইসডন ক্রিকেটারের একজন হিসেবেও বিবেচিত হয়েছেন। বাকি চার জন হলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমন্ট, পুরুষ দলের ক্রিকেটার জস বাটলার, স্যাম কারান এবং ররি বার্নস।
ইংলিশ মৌসুমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় বছরের পাঁচ উইসডেন ক্রিকেটার। ১৮৮৯ সাল থেকেই ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করে আসছে উইসডেন।