সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নামছে উইন্ডিজ- ভারত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পুনেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সিরিজে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের মধ্যে প্রথমটিতে ভারত জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে দারুণ খেলে টাই করেছিল ক্যারিবিয়ানরা।
ভারতীয় বোলারদের বিপক্ষ প্রথম দুই ম্যাচে উইন্ডিজ ব্যাটসম্যানরা ৩০০'র বেশী রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয়। প্রথম ওয়ানডেতে ভারতের করা ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২২ রান তুলে ফেলেছিল সফরকারীরা। তবে শেষ রক্ষা হয়নি তাদের। পরাজিত হয়েছিল মাত্র আট রানের ব্যবধানে।
সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে এসে ভারতের ছুঁড়ে দেয়া ৩২১ লক্ষ্যে ব্যাট করতে নেমে রুদ্ধশ্বাস টাই নিয়ে মাঠ ছাড়ে। সেই ম্যাচে অল্পের জন্য হার এড়ায় কোহলির দল। আর তাতেই টনক লড়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

বোলিং আক্রমণ শক্তিশালী করতে তাই বাকি তিন ওয়ানডে ম্যাচকে সামনে রেখে দলে ডাকা হয়েছে দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহকে। বাদ পড়েছেন আরেক পেসার মোহাম্মদ শামী। স্বাভাবিকভাবেই তাই ভারতের তৃতীয় ওয়ানডে একাদশের বোলিং ডিপাটমেন্টে যে পরিবর্তন আসছে তা অনুমেয়।
যেখানে মোহাম্মদ শামির জায়গায় দলে অন্তর্ভুক্তি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে জাসপ্রিত বুমরাহর। এছাড়াও একজন বাড়তি পেসার খেলানো হলে জায়গা হতে পারে ভুবনেশ্বর কুমারের। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন স্পিনার কুলদিপ যাদব।
তবে আগের ম্যাচে দারুণ খেলার সুবাদে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ক্যারিবিয়ানদের।
ভারত একাদশ (সম্ভাব্য)- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রাইডু, রিশাভ পান্ট, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার/ কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য) একাদশ : চন্দরপল হেমরাজ,কাইরন পাওয়েল,শাই হোপ (উইকেটরক্ষক),শিমরন হেটমায়ার, মারলন স্যামুয়েলস,রোভম্যান পাওয়েল,জ্যাসন, হোল্ডার (অধিনায়ক),অ্যাশলে নার্স,ওবেদ ম্যাককয়,দেবেন্দ্র বিশু,কেমার রোচ।