promotional_ad

৬ কোটি রুপিতে দিল্লিতে মুস্তাফিজ

ফাইল ছবি
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

promotional_ad

সাকিব আল হাসান, নাহিদ রানা, রিশাদ হোসেনদের সঙ্গে মেগা নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজও। তবে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বাংলাদেশি পেসারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। এমন অবস্থায় লম্বা সময় আইপিএলের কোনো আসরে ছিল না বাংলাদেশের কোনো ক্রিকেটার।


আরো পড়ুন

আইপিএল খেলতে বিসিবির কাছে এখনও এনওসি চাননি মুস্তাফিজ

১৭ মিনিট আগে
ফাইল ছবি

টুর্নামেন্টের শেষের দিকে এসে অবশ্য আইপিএল খেলার সুযোগ হচ্ছে মুস্তাফিজের। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কারণে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ভারত ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যান বেশিরভাগ বিদেশি ক্রিকেটার।


promotional_ad

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজী হওয়ায় আবারও আইপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে ১৭ মে শুরু হবে আইপিএল। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ খেলবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার নিজেকে সরিয়ে নেয়ায় বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।


আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত আইপিএলের ম্যাচ

৮ মে ২৫
ফ্লাডলাইটের কারণে আচমকা বন্ধ হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ, বিসিসিআই

সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি নিশ্চিত করেছে আবারও দুই বছর পর তাদের দলে ফিরছেন বাঁহাতি এই পেসার। ২০২২ ও ২০২৩ সালেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুমে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। দিল্লির পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের পেসারের।


সবমিলিয়ে ৫৭ ম্যাচে ৮.১৪ ইকনোমি রেটে ৬১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চলতি মৌসুমের বাকি অংশে খেললেও আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী তাকে রিটেইন করতে পারবে না দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছেন অক্ষর প্যাটেল-লোকেশ রাহুলরা। শেষ তিন ম্যাচে দিল্লির প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স ও মুম্বাই।


একটি ম্যাচ জিতলেই ১৫ পয়েন্ট নিয়ে সেরা চারে যেতে পারে তারা। তবে সেটার জন্য তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলের দিকে। এমনকি ১৭ পয়েন্ট নিয়েও প্লে-অফে উঠতে পারবে তারা। এখনো ৬টি দলের ১৭ পয়েন্ট কিংবা তার চেয়ে বেশি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। শেষের তিনটি ম্যাচেই যদি জিততে পারে তাহলে তাদের সেরা চারে ওঠা নিশ্চিত। তবে শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়ায় তাদের সেরা চারে ওঠা নিয়ে শঙ্কাও আছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball