তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড

ছবি: আয়ারল্যান্ড ক্রিকেট দল

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মার্ক অ্যাডায়ার। তিনি চোটে ভুগছেন। এখনও চোট থেকে সেরে ওঠেননি। যদিও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। এদিকে আয়ারল্যান্ড দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারকে।
ইংল্যান্ড সফরের উইন্ডিজ স্কোয়াডে জাঙ্গু ও অ্যান্ড্রু
৬ মে ২৫
এর মধ্যে রয়েছেন ডানহাতি ব্যাটার কেড কারমাইকেল, পেসার টম মেয়েস এবং আরেক পেসার লিয়াম ম্যাকার্থি। কারমাইকেল এবং মেয়েস শুধুমাত্র ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ম্যাকার্থি ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা পেয়েছেন। এদিকে ওয়ানডে স্কোয়াডে না থাকা বেন হোয়াইট ও রস অ্যাডায়ার শুধু টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন।
গত মাসে আয়ারল্যান্ড উলভসের সংযুক্ত আরব আমিরাত সফরে দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদেই সুসংবাদ পেয়েছেন তিনি। এদিকে ২০১৯ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ দল আয়ারল্যান্ড সফর করছে। আসন্ন এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

দুই দলের এই সিরিজটি শুরু হবে ২১ মে থেকে। সিরিজটি শেষ হবে ২৫ মে। এরপর জুনের ১২-১৫ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলবে। মাঝে দেড় সপ্তাহের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।
ইংল্যান্ড দলে জায়গা হারালেন লিভিংস্টোন, ফিরলেন ডসন
১৩ মে ২৫
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড-
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, টম মেয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড-
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।