ইনজুরি নিয়ে মুখ খুললেন সাকিব

ছবি:

টেস্ট সিরিজের পর এবার আসন্ন টি-টুয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যেতে হয়েছে দলপতি সাকিব আল হাসানকে। রবিবার সাকিব যে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন না বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
যদিও শনিবার সাকিবকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। কিন্তু এরপরের দিনই জানা গেল টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না এই অলরাউন্ডার।
আঙ্গুলের ইনজুরিতে পড়ার পর গত ১০ই ফেব্রুয়ারি সেলাই খোলা হয় তার। আঙ্গুলে এই মুহূর্তে ক্ষত নেই, তবে হালকা হালকা ব্যাথা আছে। পুরোপুরি সেরে উঠতে আরও সাত দিন সময় লাগবে তার এমনটাই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আর তাই তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেনা ক্রিকেট বোর্ড। যেকারণে তাকে ছাড়াই টি-টুয়েন্টি সিরিজ খেলতে হবে টাইগারদের। তবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এদিকে চোট আক্রান্ত সাকিব রবিবার নিজেই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে আলাপকালে বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন যে তার পুরো দমে মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় দুই সপ্তাহ। তিনি বলেন,
'ইনজুরির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন আরও ২ সপ্তাহের মত বিশ্রাম নেয়ার জন্য। যদি এমনটাই হয় তাহলে হয়তো আমি টি-টুয়েন্টি সিরিজ থাকছিনা।'