ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

ছবি: ইসলামাবাদে পৌঁছার পর সাকিব আল হাসান, লাহোর কালান্দার্স

শুধু সাকিবই নয় তার সঙ্গে কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশেও দেখা গেছে। সাকিবের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ও ডেভিড ওয়ার্নারও। পিএসএলের পুনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ মে পেশাওয়ারের বিপক্ষে খেলবে লাহোর। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তারা।
সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা
১৬ মে ২৫
৮ পয়েন্ট নিয়ে পাঁচে বাবর আজমের পেশাওয়ার। সেরা চারে যেতে চাইলে পেশাওয়ারের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাহোরের। সাকিব লাহোর দলে সুযোগ পেয়েছেন মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে। এই কিউই অলরাউন্ডার চোটের কারণে পিএসএলের বাকি অংশে খেলছেন না।

লাহোরে ড্যারিল মিচেলের বদলি সাকিব
১৫ মে ২৫এর মধ্যে দিয়ে ২০২৩ সালের পর আবারও পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের জার্সিতে পিএসএলে অভিষেক হয় বাংলাদেশের সাবেক অধিনায়কের। করাচির জার্সিতে ৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১২৬ রান করেছিলেন তিনি। বোলিংয়ে অবশ্য তিন উইকেটের বেশি নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার। পরের বছর সাকিব পিএসএল খেলেছিলেন পেশাওয়ার জালমির হয়ে।
৫ ম্যাচে ৫ উইকেট নেয়া তারকা অলরাউন্ডার ব্যাটিংয়ে সেবার করেছিলেন ৫৪ রান। ২০২৩ পিএসএলেও পেশাওয়ারের হয়ে খেলতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। এক ম্যাচ খেলা সাকিব এক রান করলেও বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। সবমিলিয়ে দুই দলের হয়ে তিন মৌসুমে ১৪ ম্যাচে ১৮১ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন।