ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

ছবি: চিন্তায় মগ্ন রস্টন চেজ, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

জুন-জুলাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন চেজ। চেজ দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলেছিলেন।
তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড
১৪ মে ২৫
২০২৩ সালের মার্চে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সর্বশেষ সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন ক্যারিবীয়দের হয়ে। দুই বছরের বেশি সময় পর অধিনায়ক হয়েই ফিরছেন চেজ।

গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন ব্র্যাথওয়েট। এরপর থেকে কোনো সাদা পোশাকের ম্যাচ খেলেনি ক্যারিবীয়রা। ফলে অধিনায়কের পদটি এতদিন খালিই ছিল।
২০১৬ সালের জুলাইতে টেস্ট অভিষেক হয় চেজের। এরপর ক্যারিবীয়দের হয়ে ৪৯টি টেস্ট খেলেছেন তিনি। ২ হাজারের বেশি রানের সঙ্গে ৮৫টি উইকেট আছে তার। ব্যাট হাতে পাঁচটি সেঞ্চুরির সঙ্গে চেজের আছে ১১টি হাফ সেঞ্চুরিও।
চেজ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন। খেলছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে।
সামনের অস্ট্রেলিয়া সফর দিয়ে চেজ যুগে প্রবেশ করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি শুরু হবে ২৫ জুন থেকে। এই সিরিজটি দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।