অধিনায়কত্ব হারাচ্ছেন মাসুদ, পাকিস্তানের নেতৃত্ব পাচ্ছেন শাকিল

ছবি: পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক শান মাসুদ

এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ ছেড়েছেন জেসন গিলেস্পি। যদিও এখনও তার বিকল্প নেয়নি পিসিবি। টেস্টের পারফরম্যান্সে উন্নতি আনতে কোচের সঙ্গে অধিনায়কত্বেও নতুনত্ব আনার চেষ্টায় আছে দেশটির ক্রিকেট বোর্ড।
৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’
৬ মার্চ ২৫
শান মাসুদ ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে চ্যালেঞ্জিং সময় পাড় করছে পাকিস্তান। এই সময় ১২টি টেস্টে মাত্র ৩টি জয় পেয়েছে তারা। ৯টিতেই হেরেছে পাকিস্তান দল। বিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এর প্রভাব পড়েছে।

তারা ৯ নম্বরে থেকে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করেছে। তারা অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। জয় পেয়েছে কেবল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করলেও পারফরম্যান্সের উন্নতি ছাপ পড়েনি কোনো।
এদিকে শাকিল গত কয়েক বছর ধরেই পাকিস্তানের মিডল অর্ডারে ত্রাতার ভূমিকায় আঁচেন। অভিষেকের পর থেকে ৫০ এর উপরে গড়ে রান করেছেন তিনি। রানের ধারাবাহিকতার সঙ্গে শান্ত স্বভাবের শাকিল এরই মধ্যে পাকিস্তান দলের নির্বাচকদের ভরসার জায়গা হয়ে উঠেছেন।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্ব করছেন শাকিল। তার নেতৃত্ব ৯ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কোয়েটা। চলতি বছরের অক্টোবরে আবারও টেস্টের ব্যস্ততা শুরু হবে পাকিস্তানের। তারা সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজের আগেই শাকিলকে অধিনায়ক করা হতে পারে পাকিস্তান টেস্ট দলের।