সেনাপতি নেই, তো কি হয়েছে?

ছবি:

চিটাগং টেস্টে টাইগার বোলিং আক্রমন সাজানো হয়েছে তিন স্পিনার ও এক পেসারকে নিয়ে। তিন স্পিনারের মধ্যে তিনজনই একশর উপর রান দিয়েছে। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান স্পিনারদের তুলনায় ভালোই বল করেছেন।
সুযোগ সৃষ্টি করেছেন প্রতি সেশনের শুরুতেই। ফিল্ডাররা ক্যাচ হাতছাড়া না করলে মুস্তাফিজের উইকেট কলাম বেশি সমৃদ্ধ হত। সাকিবহীন বোলিং আক্রমন একটু ধাঁর হারাবে, সেটাই স্বাভাবিক ছিল।
চিটগংয়ের পর ঢাকা টেস্টেও সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে। শঙ্কা জাগতেই পারে, ঢাকা টেস্টেও কি বোলারদের একই হাল হবে? টাইগারদের সাবেক অধিনায়ক অবশ্য তাইজুল-মুস্তাফিজদের উপর বিশ্বাস রাখছেন।

বলছেন টেস্টে বাংলাদেশ বোলিং আক্রমনের সেনাপতি সাকিব না থাকলেও লড়ে যাওয়ার মত যথেষ্ট সৈন্য রয়েছে টাইগার ক্যাম্পে। সাংবাদিকদের তিনি বলেছেন,
'বোলিং ডিপার্টমেন্টে সাকিব নেই, তবে যারা আছেন তাদের ওপর পূর্ণ বিশ্বাস আমার আছে। তারা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই এই টেস্টে আমাদের ভালো একটি ফল আসবে।'
চিটাগং টেস্টে উইকেট ব্যাটসম্যানের জন্য স্বর্গ ছিল। পাঁচ দিন ধরে দুই দলের ব্যাটসম্যানরাই বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছে। ঢাকা টেস্টেও উইকেটের উপর নির্ভর করবে টাইগার বোলারদের পারফর্মেন্স।