promotional_ad

বাংলাদেশ সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে ফিরলেন ওয়াসিম

ফাইল ছবি
২০২৪ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছিলেন মুহাম্মদ ওয়াসিম। তবে মাস কয়েক পরই আবারও সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ফিরলেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়াসিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

promotional_ad

২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকে ২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়াসিম। পদত্যাগ করার সময় ডানহাতি ব্যাটার বলেছিলেন, ‘ওয়ানডে সংস্করণে আমার ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার ওয়াসিম।


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

২০২১ সালে অভিষেক হওয়ার পর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন ডানহাতি এই ব্যাটার। তবে সবশেষ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেননি তিনি। পুরো টুর্নামেন্ট খেললেও একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি ওয়াসিম। সবশেষ ডিসেম্বরে কাতারের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনি। ওয়ানডেতে গত দুই বছরে ওয়াসিম হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি।


promotional_ad

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcricfrenzyofficial%2Fposts%2Fpfbid02aYNhgBXSroCqRRa6KkJVLgckd7BHi9CuXUBS9k1ouqShLES7TjhZBGnyrXpju93Gl&show_text=true&width=500" width="500" height="629" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>


আরো পড়ুন

সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ

১৪ মে ২৫
সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল, রিশাদ হোসেনের ফেসবুক থেকে নেয়া ছবি

সবশেষ ডিসেম্বরের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় কুয়েতকে হারিয়ে গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা। পুরো টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ ছিল ওমান, সৌদি আরব, বাহরাইন এবং কাতার। ওই তুলনায় বাংলাদেশ তাদের জন্য কঠিন প্রতিপক্ষই।


শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে আরব আমিরাত। সাম্প্রতিক সময়ের ক্রিকেট ওয়াল্ড কাপ লিগ—টুয়ের বাজে ফর্ম নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। মে মাসে হওয়া ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে দু’বার হেরেছেন ওয়াসিমরা। একমাত্র জয়টা এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে রাহুলের সেঞ্চুরি ও সিমারজিৎ সিংয়ের ৪ উইকেটে।


সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড- মুহাম্মদ ‍ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মাতিউল্লাহ খান, মুহাম্মদ ‍জাওয়াদউল্লাহ, মুহাম্মদ ‍জোহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্জিত শর্মা, সিমারজিৎ সিং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball