লাহোরে ড্যারিল মিচেলের বদলি সাকিব
ছবি: ফাইল ছবি

২০২৩ সালের পর আবারও পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের জার্সিতে পিএসএলে অভিষেক হয় বাংলাদেশের সাবেক অধিনায়কের। করাচির জার্সিতে ৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১২৬ রান করেছিলেন তিনি। বোলিংয়ে অবশ্য তিন উইকেটের বেশি নিতে পারেননি বাঁহাতি এই স্পিনার। পরের বছর সাকিব পিএসএল খেলেছিলেন পেশাওয়ার জালমির হয়ে।
পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব
১৪ মে ২৫
৫ ম্যাচে ৫ উইকেট নেয়া তারকা অলরাউন্ডার ব্যাটিংয়ে সেবার করেছিলেন ৫৪ রান। ২০২৩ পিএসএলেও পেশাওয়ারের হয়ে খেলতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। এক ম্যাচ খেলা সাকিব এক রান করলেও বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। সবমিলিয়ে দুই দলের হয়ে তিন মৌসুমে ১৪ ম্যাচে ১৮১ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন।
ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে স্থগিত করা হয়েছিল পিএসএল। তবে দুই দেশের আলোচনায় যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে আবারও মাঠে গড়াচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে দেশে ফেরার আগে করাচির বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়া পাকিস্তানে ফেরা হচ্ছে না মিচেলের। কিউই অলরাউন্ডারের বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর।

কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ
৯ মে ২৫
নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে পোষ্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোরের হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন সাকিব। পিএসএল খেলার জন্য এনওসি পেয়েছেনও তিনি। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জি নিশ্চিত করেছেন। ফলে দ্রুতই রাওয়ালপিন্ডিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
লাহোরে যোগ দেয়া নিয়ে সাকিব বলেন, ‘চলতি পিএসএলে লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমরা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে আছি যেখানে প্রতিটা ম্যাচই মূল্যবান। এটা এমন একটা টুর্নামেন্ট যা দেখতে আমি সবসময় উপভোগ করি। মাঠে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ একটা সমর্থক গোষ্ঠী এবং টিম স্পিরিট রয়েছে। বর্তমান দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা দারুণ একটা শেষের চেষ্টা করব।’
ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর সামিন রানা বলেন, ‘লাহোর কালান্দার্স পরিবারে সাকিবকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। তাঁর অভিজ্ঞতা, স্কিল এবং অলরাউন্ড সামর্থ্য তাকে গুরুত্বপূর্ণ সংযোজন বানিয়েছে, বিশেষ করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে। তাঁর উপস্থিতি আমাদের স্কোয়াডে ডেপথ বাড়াবে। আমরা আত্মবিশ্বাসী মাঠে এবং মাঠের বাইরে সে দারুণভাবে প্রভাব ফেলবে।’
পিএসএলের পুনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ মে পেশাওয়ারের বিপক্ষে খেলবে লাহোর। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে পাঁচে বাবর আজমের পেশাওয়ার। সেরা চারে যেতে চাইলে পেশাওয়ারের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাহোরের।