এশিয়া কাপের ফাইনালের দিন নতুন বিসিসিআই সভাপতি পাবে ভারত

ফাইল ফটো
এবারের এশিয়া কাপের ফাইনালের দিন (২৮ সেপ্টেম্বর) বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে চলেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ওইদিনই নির্ধারিত হবে বোর্ডের নতুন সভাপতি। কেননা রজার বিনি বয়সজনিত কারণে ইতোমধ্যেই সভাপতি পদ থেকে সরে গেছেন।

promotional_ad

সভাটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। ইতিমধ্যেই দেশের সব রাজ্য সংস্থাকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সভাপতির পাশাপাশি সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদের নির্বাচনও হবে।


আরো পড়ুন

দাম বাড়িয়ে জার্সির স্পন্সর খুঁজছে ভারত

৫ সেপ্টেম্বর ২৫
ফাইল ছবি

এ ছাড়া নতুন অ্যাপেক্স কাউন্সিল ও আইপিএল ও ডব্লিউপিএল-এর গভর্নিং কাউন্সিল গঠিত হবে ওই সভায়। বোর্ডের সাধারণ সভা (জেনারেল বডি) থেকে একজন এবং ভারতীয় ক্রিকেটারদের সংস্থা থেকে দু’জনকে অ্যাপেক্স কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হবে।


promotional_ad

ফলে আগামী তিন বছর বিসিসিআইয়ের নেতৃত্ব কাদের হাতে থাকবে, তা ২৮ সেপ্টেম্বরেই ঠিক হয়ে যাবে। নতুন জাতীয় ক্রীড়ানীতি কার্যকর হলে নির্বাচনী কাঠামোতে পরিবর্তন আসতে পারে, তবে আপাতত লোধা কমিটির প্রস্তাব অনুসারে নির্বাচনই হবে।


আরো পড়ুন

বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি

১৯ জুলাই ২৫
রজার বিনি, ফাইল ফটো

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সচিব পদে দেবজিৎ সাইকিয়া, যুগ্ম সচিব পদে রোহন দেশাই এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভতেজ সিংহ আরও একটি মেয়াদে দায়িত্বে থাকবেন। তবে সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য চূড়ান্ত নাম এখনও জানা যায়নি।


গুঞ্জন রয়েছে, বড় মাপের কোনও প্রাক্তন ক্রিকেটারকে সভাপতি হিসেবে আনা হতে পারে। রজার বিনির অনুপস্থিতিতে আপাতত সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সহ-সভাপতি রাজীব শুক্লা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball