ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চায় হংকং

ছবি: উইকেট উদযাপনে হংকং চায়না

এর ফলে তাদের সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে মানিয়ে নিতে কষ্ট হয়েছে বলেও জানিয়েছেন হংকংয়ের এই ব্যাটার। তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন ক্যাচই ম্যাচ জেতায়। তারা এই জায়গাতেই পিছিয়ে ছিলেন।
বাংলাদেশ-আফগানিস্তানের দিকে তাকিয়ে আকমল
২ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বাবর বলেন, 'আমি মনে করি, কথায় বলে ক্যাচ ম্যাচ জেতায়। আমরা প্রথম ওভারেই একটা ক্যাচ ফেলে দিয়েছিলাম এবং সেটার কারণে সে প্রায় ৭০-এর বেশি রান করে ফেলে।'

বৃহস্পতিবার তারা বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচে মাঠে নামার আগে ভুল থেকে শিক্ষা নিতে চায় হংকং। তিনি আশাবাদী তার দল পরের ম্যাচে সুযোগ আর হাতছাড়া করবে না।
হংকংকে উড়িয়ে এশিয়া কাপ মিশন শুরু আফগানিস্তানের
১৯ ঘন্টা আগে
বাবর বলেন, 'দেখুন, সহযোগী দেশের ক্রিকেটার হিসেবে আমাদের জন্য এটা কঠিন, কারণ আমরা কখনো ফ্লাডলাইটের নিচে খেলিনি। ফ্লাডলাইটের নিচে খেলা সবসময়ই কঠিন। তাই, আপনি সবসময় আপনার ভুল থেকে শেখেন। মূল বিষয় হলো, আপনি ভুল থেকে শিখবেন এবং পরের ম্যাচে ভালো সিদ্ধান্ত নেবেন।'
আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দিন ১০-১৫ আগেই আরব আমিরাতে এসেছে হংকং। এজন্য দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাবর। এশিয়া কাপ ছাড়া আইসিসির পূর্ণসদস্য দলগুলোর বিপক্ষে তাদের খুব বেশি খেলার সুযোগ হয় না। যখনই সুযোগ পান শতভাগ উজার করে দেন তারা এমনটাই জানালেন বাবর।
তিনি বলেন, 'আমরা টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বেশি খেলার সুযোগ পাই না, যে কারণে আমরা বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে পারি না। তাই যখনই আমরা সুযোগ পাই, আমরা সবসময় শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করি। আমরা এর জন্য কঠোর পরিশ্রম করি এবং একারণেই আমরা প্রায় দুই-তিন সপ্তাহ আগে এখানে এসেছি। এর কৃতিত্ব অবশ্যই আমাদের ক্রিকেট হংকং, চায়নার প্রাপ্য।'