বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি

রজার বিনি, ফাইল ফটো
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন রজার বিনি। বয়সজনিত সীমার কারণে ১৯ জুলাই, অর্থাৎ আজই হবে তার শেষ অফিসিয়াল কার্যদিবস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিয়েছিলেন তিনি।

promotional_ad

বিসিসিআই গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভাপতির সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। বিনির বয়স ১৯ জুলাই পূর্ণ হবে ৭০, ফলে নিয়ম অনুযায়ী তাকে পদ ছাড়তে হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগেই। সভাপতির পূর্ণ মেয়াদ তিন বছর হলেও বিনি দায়িত্ব পালন করেছেন প্রায় আড়াই বছর।


আরো পড়ুন

এশিয়া কাপের ফাইনালের দিন নতুন বিসিসিআই সভাপতি পাবে ভারত

৭ সেপ্টেম্বর ২৫
ফাইল ফটো

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিনি। ভারতের হয়ে খেলেছেন ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে। বোর্ড সভাপতি হিসেবে তার মেয়াদে ভারতের পুরুষ দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তার সময়েই চালু হয় মেয়েদের প্রিমিয়ার লিগ।


promotional_ad

বিনির বিদায়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী এই প্রশাসক রাজনীতিতে কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য ছিলেন। এ ছাড়াও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আরো পড়ুন

দাম বাড়িয়ে জার্সির স্পন্সর খুঁজছে ভারত

৫ সেপ্টেম্বর ২৫
ফাইল ছবি

২০২০ সালে তিনি বিসিসিআইয়ের সহ-সভাপতি হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বোর্ডের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শুক্লা। অভ্যন্তরীণ আলোচনায় তিনিই এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসার বিষয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।


নতুন সভাপতি নির্বাচন হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে, বিসিসিআইয়ের বাৎসরিক সাধারণ সভায়। তার আগ পর্যন্ত বোর্ড পরিচালনায় কার্যকর ভূমিকায় থাকবেন ভারপ্রাপ্ত সভাপতি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball